দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ জানান, ঘন কুয়াশার কারণে ভোর থেকে পদ্মা নদীর কোনো অংশই দৃশ্যমান হচ্ছিল না। ফলে আজ ভোর ৪টা থেকে মাঝনদীতে কুমারী, মওলা, চন্দ্রমল্লিকা, কপতি, জালাল নামে পাঁচটি ফেরি যানবাহন নিয়ে নোঙর করে বসে থাকে। পরে বেলা সাড়ে ১১টার দিকে কুয়াশা কেটে যাওয়ার পর এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রীবাহী পরিবহন, পণ্যবাহী ট্রাকসহ দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে দুই কিলোমিটারব্যাপী সড়কে অপেক্ষায় ছিল দুই শতাধিক যানবাহন।
ঘাট কর্তৃপক্ষ জানায়, কুয়াশা কেটে যাওয়ার পরপরই ছোট-বড় ১৬টি ফেরির মাধ্যমে এসব যানবাহন পারাপার শুরু হয়েছে।