বান্দরবানে বোমা বিস্ফোরণে পুলিশ কনস্টেবল আহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/04/photo-1454545338.jpg)
বান্দরবানে বোমা বিস্ফোরণে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের বাইশারী বাজারে দোকানের সামনের রাস্তায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দোকানে বসে থাকা পুলিশ কনস্টেবল মোহাম্মদ মাকসুদ (২৯) আহত হন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করেন। ঘটনাস্থলে তিন/চার ইঞ্চি গর্ত হয়ে গেছে। এ ছাড়া লম্বা তার পড়ে থাকতে দেখা গেছে মাটিতে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির বলেন, বিস্ফোরণে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, বোমার বিস্ফোরণ হয়েছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপুলিশ পরিদর্শক এসআই আনিসুজ্জামান বলেন, ‘প্রথমে ধারণা করা হয়েছিল, বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরিত হয়েছে। কিন্তু এখন মনে হচ্ছে, বোমা বিস্ফোরিত হয়েছে। তবে কী ধরনের বোমা, তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।’