আমি চাই মাহফুজ আনাম আটক হোক : জয়
ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম ‘রাষ্ট্রদ্রোহিতা’ করেছেন উল্লেখ করে তাঁর বিচার চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি মাহফুজ আনামকে আটক করারও দাবি জানিয়েছেন।
জয় বলেন, ‘মাহফুজ আনাম, দ্য ডেইলি স্টার সম্পাদক, স্বীকার করেছেন যে তিনি আমার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অপবাদ আরোপ করতেই তাঁর বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির গল্প ছাপিয়েছিলেন। তিনি সামরিক স্বৈরশাসনের সমর্থনে আমার মাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে এই কাজ করেছিলেন।’ তিনি আরো বলেন, ‘একটি প্রধান সংবাদপত্রের সম্পাদক সামরিক বিদ্রোহে উসকানি দিতে যে মিথ্যা সাজানো প্রচারণা চালায় তা রাষ্ট্রদ্রোহিতা।’
স্ট্যাটাসে মাহফুজ আনামের সম্পাদক থাকার অধিকার নেই বলে মন্তব্য করেন জয়। তিনি বলেন, ‘তিনি (মাহফুজ আনাম) অব্যাহতভাবে রাজনীতিকদের বিরুদ্ধে তাঁদের অনৈতিকতা এবং দুর্নীতিগ্রস্ত হওয়ার কথা লেখেন। তাঁর নিজের স্বীকারোক্তি মতে, তিনি নিজেই পুরোপুরি অনৈতিক এবং একজন মিথ্যাবাদী। তাঁর অবশ্যই একজন সাংবাদিক হিসেবে থাকার কোনো অধিকার নাই, সম্পাদক তো অনেক দূরের বিষয়। তাঁর কার্যক্রম দুর্নীতিকেও ছাড়িয়ে গেছে, যা দেশপ্রেমহীন এবং বাংলাদেশবিরোধী।’
জয় আরো বলেন, ‘আমার ব্যক্তিগত মত, তাঁর মিথ্যা গল্পের উসকানি আমার মাকে গ্রেপ্তার করিয়েছে এবং ১১ মাস তিনি জেলে কাটিয়েছেন। আমি বিচার চাই। আমি চাই, মাহফুজ আনাম আটক হোক এবং তাঁর রাষ্ট্রদ্রোহিতার বিচার হোক।’