ফেনীতে এমপির গাড়িবহরে হামলা, পুলিশসহ আহত ৫
ফেনীর সোনাগাজী বাজারে আজ শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) রহিম উল্লাহর গাড়িবহরে হামলা হয়েছে। এতে পুলিশ পরিদর্শকসহ পাঁচজন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী গাড়িবহরের যাত্রীরা জানান, আজ শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফেনী-৩ আসনের সংসদ সদস্য হাজি রহিম উল্লাহ তাঁর সোনাপুরের নিজ বাড়ি থেকে ঢাকায় যাচ্ছিলেন। সোনাগাজী বাজারে গাড়িবহর পৌঁছালে বাজারের আওয়ামী লীগ কার্যালয় থেকে ২০-৩০ জন এমপির গাড়িবহরে হামলা চালায়। এতে রহিম উল্লাহর বহরের একটি মাইক্রোবাসের গ্লাস ভেঙে যায়। হামলাকারীদের ইটের আঘাতে সোনাগাজী থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন, বহরের যাত্রী জসিম, মোশাররফসহ পাঁচজন আহত হন।
আহতদের সোনাগাজী স্বাস্থ্য কমেপ্লেক্স ও স্থানীয় হাসপতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির পুলিশ কর্মকর্তা আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত দুই বছর ধরে সংসদ সদস্য রহিম উল্লাহর সঙ্গে টিআর কাবিখার ভাগ-বাটোয়ারা নিয়ে নিজ দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিরোধ চলে আসছিল। গত বছরের ১ জুন রহিম উল্লাহর অনুসারীদের হাতে একই এলাকার আজিজুল হক নামের এক যুবলীগ কর্মী নিহত হন। একইভাবে প্রতিপক্ষের হাতে ২০১৫ সালের শেষ দিকে সোনাগাজীর চরদরবেশের যুবলীগ নেতা জসিম উদ্দিন নিহত হন।