উৎসবমুখর পরিবেশে মাটিরাঙায় শিক্ষা মেলা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/08/photo-1454933377.jpg)
উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় প্রাথমিক শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার মাটিরাঙা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দিনব্যাপী মেলার উদ্বোধন করেন গুইমারা সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুজ্জামান।
মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা গেলেই পার্বত্য চট্টগ্রামে আর জাতিগত বৈষম্য থাকবে না। ‘মানসম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা’ প্রতিপাদ্য ধারণ করে শিক্ষকদের পাঠদানে আরো বেশি আন্তরিক হতে পারে।
মাটিরাঙার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনবি) বি এম মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪০ বিজিবি পলাশপুর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতিকুল হক চৌধুরী, মাটিরাঙা সেনা জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর গোলাম মোর্শেদ, মাটিরাঙা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, পৌরসভার বর্তমান মেয়র আবু ইউসুফ চৌধুরী ও নবনির্বাচিত মেয়র মো. শামসুল হক।
আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা ও পিএসসি পরীক্ষায় ‘এ প্লাস’ পাওয়া কৃতী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাপদক ও পুরস্কার বিরতণ করা হয়।