খাগড়াছড়িতে দুই বাসের সংঘর্ষে নিহত ৩
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/10/photo-1455108406.jpg)
খাগড়াছড়ির গুইমারায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১টার দিকে উপজেলার বাইল্লাছড়ি এলাকায় এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১৭ জন।
নিহত ব্যক্তিরা হলেন বাসচালক সিরাজুল ইসলাম (২৮) ও তাঁর সহকারী কবির হোসেন (২৬) এবং বাসযাত্রী আবু কাওসার (৩৫)। ময়নাতদন্তের জন্য প্রথম দুজনের লাশ খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে রাখা হয়েছে। কাওসারের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আহত অন্যদের চিকিৎসা চলছে খাগড়াছড়ি ও মাটিরাঙা হাসপাতালে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে ফেনী থেকে যাত্রী নিয়ে হিল কিং সার্ভিস নামে একটি বাস খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। পথে ওই এলাকায় খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটি বাসের কমপক্ষে ১৯ জন আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় ১১ জনকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা হিল কিং বাসের চালক ও তাঁর সহকারীকে মৃত ঘোষণা করেন। আহত আরো আটজনকে মাটিরাঙা হাসপাতালে ভর্তির পর দুজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। এর মধ্যে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে আবু কাওসারের মৃত্যু হয় বলে তাঁর ভাতিজা শাহিন জানিয়েছেন।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার পরপরই স্থানীয় জনগণ ও পুলিশ মিলে আহতদের উদ্ধার করে।