ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে যবিপ্রবির অনুষদ ঘোষণার দাবি
ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অনুষদ হিসেবে ঘোষণার দাবিতে মানববন্ধন করেছেন কলেজের ছাত্রছাত্রীরা। আজ সকাল ১০টার দিকে জেলা শহরের পোস্ট অফিস মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অনুষদ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. ফাহিম হাসান বলেন, ‘দেশের চারটি ভেটেরিনারি কলেজ এরই মধ্যে বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসেবে কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ঝিনাইদহ ভেটেরিনারি কলেজটি আজও প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তাদের শিক্ষাদানের জন্য কোনো শিক্ষক নেই। প্রাণিসম্পদ বিভাগে কর্মরত কয়েকজন ভেটেরিনারি চিকিৎসককে প্রেষণে শিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে। এ নিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ছাত্রছাত্রীরা।’
যবিপ্রবির অনুষদে পরিণত করে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করার দাবি আদায়ের জন্য শিক্ষার্থীরা দীর্ঘ দুই বছর ধরে ক্লাস বর্জন, সভা সমাবেশ, মিছিল মিটিংসহ নানা কর্মসূচি পালন করে আসছে।