মাহফুজ আনামের বিরুদ্ধে আরো মানহানির মামলা
ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে শতকোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবুল কাসেম।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় প্রথম শ্রেণির বিচারিক হাকিম শহিদুল আমীনের আদালতে এ মামলা দায়ের করা হয়।
বাদীপক্ষের আইনজীবী শফিকুল আলম জানান, বিচারক মামলাটি গ্রহণ করে আদেশের জন্য আগামী ২৮ মার্চ পরবর্তী দিন রেখেছেন।
এ নিয়ে মাহফুজ আনামের বিরুদ্ধে মোট ১৯টি মামলা হলো। এর মধ্যে রাষ্ট্রদ্রোহের অভিযোগের একটি নালিশি মামলাও রয়েছে।
মামলার বিবরণীতে জানা যায়, ২০০৭ সালে এক/এগারোর সময় গোয়েন্দা সংস্থার সরবরাহকৃত তথ্য কোনো প্রকার যাচাই-বাছাই না করেই শেখ হাসিনার মানসম্মান ও ভাবমূর্তি নষ্ট করার জন্য মাহফুজ আনাম তাঁর সম্পাদিত ডেইলি স্টার পত্রিকায় সংবাদ প্রকাশ করেন।
গত ৬ ফেব্রুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এটিএন নিউজ’-এর একটি টক শোতে অংশ নিয়ে মাহফুজ আনাম সংবাদ প্রকাশের ব্যাপারে তাঁর ভুল স্বীকার করেন।