গঠনতন্ত্র সংশোধন বিষয়ে ইসিকে জানাল বিএনপি
বিএনপির গঠনতন্ত্রের একটি ধারা সংশোধন-সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশনে জমা দিয়েছে দলটির প্রতিনিধিদল। সংশোধিত ওই ধারায় দলের চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচনের কথা বলা হয়েছে। এর আগে এতে কেবল চেয়ারপারসন নির্বাচনের বিধান ছিল।
আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনের (ইসি) কার্যালয়ে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদলটি এ চিঠি দেয়। অন্য সদস্যরা হলেন দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, তায়েবুল ইসলাম ও যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম।
চিঠি দেওয়া শেষে রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, এবার দলের চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে। গঠনতন্ত্রের এ-সংক্রান্ত ধারাটি সংশোধন করা হয়েছে।
রিজভী আরো বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য দলের গঠনতন্ত্রের একটি ধারায় সংশোধনী এনেছেন চেয়ারপারসন খালেদা জিয়া। এ বিষয়টি লিখিতভাবে ইসিকে জানানো হয়েছে।
ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বরাবর চিঠিটি দেওয়া হয়। সচিব না থাকায় অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমানের কাছে চিঠিটি হস্তান্তর করে বিএনপি।
গত ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় দলীয় গঠনতন্ত্রে সংশোধনী আনা হয়। চেয়ারপারসনের পাশাপাশি সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচনেও ভোট হবে। আগামী ১৯ মার্চে বিএনপির কাউন্সিলর রয়েছে।
আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের প্রার্থী বাছাইয়ে কিছুটা পরিবর্তন আনা হয়েছে বলে জানান রিজভী।
এক প্রশ্নের জবাবে রিজভী জানান, এবার ইউপিতে দলীয় চেয়ারপারসন প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করবেন। তবে তাঁদের প্রত্যয়ন দেবেন দলীয় ভারপ্রাপ্ত মহাসচিব। গত পৌরসভায় যুগ্ম মহাসচিব প্রত্যয়ন করলেও এবার ইউপিতে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারির মধ্যে এ-সংক্রান্ত চিঠি ইসিকে দেওয়া হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২২ মার্চ ৭৩৯ ইউপিতে প্রথম ধাপে ভোট হবে। এসব ইউপিতে ২২ ফেব্রুয়ারির মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে।