২০০ আসন পেলেও বিএনপি জাতীয় সরকার গঠন করবে : আমীর খসরু
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ৩০০ আসনের মধ্যে ২০০ আসন পেলেও এককভাবে সরকার গঠন করবে না, জাতীয় সরকার গঠন করবে। এরপর ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করবে। কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কার না করলে জনগণই আবার তা ছুড়ে ফেলে দেবে।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে যশোরে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
‘অর্থনীতি পুনরুদ্ধারে রাজনৈতিক অঙ্গীকার’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
মতবিনিময় সভায় খুলনা বিভাগের ১০ জেলার চেম্বার অব কমার্সের সভাপতি ও ব্যবসায়ী নেতারাও বক্তব্য দেন।
যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, সংস্কার অনেকের জন্য নতুন হতে পারে, বিএনপির জন্য নয়।
বিএনপিকে সংস্কারের ব্যাপারে কারও ছবক নেওয়া লাগবে না মন্তব্য করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের ৯০ শতাংশ অগ্রগতি বিএনপি বাস্তবায়ন করেছে।
প্রধান অতিথি আরও বলেন, সরকার পরিচালনায় নতুন চিন্তাভাবনা আনতে হবে। তিনি বলেন, শেখ হাসিনার পলানোর পর বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন ঘটেছে, এটা আমরা যদি না বুঝি, ধারণ করতে না পারি, আমাদের কোনো ভবিষ্যৎ নেই। রাজনীতিবিদ, রাজনৈতিক দলেরও কোনো ভবিষ্যৎ থাকবে না।
এ ব্যাপারে বিএনপির ভাবনা সম্পর্কে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষের মনোজগতের পরিবর্তনকে পরিপূর্ণভাবে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী দিনের বাংলাদেশ পরিচালনার দায়িত্ব নেবে। এটা বিএনপির দলীয় সিদ্ধান্ত, নিছক কোনো রাজনৈতিক বক্তব্য নয়।
সম্প্রতি বিভিন্ন পণ্যে নতুন করে ভ্যাট ও কর আরোপের সিদ্ধান্তের সমালোচনা করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘অবিলম্বে এই ভ্যাট, কর প্রত্যাহার করুন।‘ স্বৈরাচারের বাজেট দুর্নীতির বাজেট মন্ত্য করে তিনি ওই বাজেটও বাতিলের দাবি করেন।