রাঙামাটিতে যুবলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
বিলাইছড়ি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আকাশ মারমার ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আজ বুধবার সকালে রাঙামাটি পৌরসভা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে।
জেলা যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি শফিউল আজমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলী।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৯৭ সালে আমরা শান্তি চুক্তি করেছিলাম শান্তির জন্য। আমাদের ধারণা ছিল জনসংহতি সমিতি (জেএসএস) চুক্তি বাস্তবায়নে আমাদের সঙ্গে এক কাতারে থাকবে। কিন্তু সেটি না করে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর বারবার হামলা করে তারা প্রমাণ করেছে, তারা শান্তি চায় না।
বক্তারা আরো বলেন, আমরা এখন উদারতা দেখাচ্ছি, ভবিষ্যতে যদি আবারও আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা হয় তাহলে আমরা দাঁতভাঙ্গা জবাব দেব।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গতকাল মঙ্গলবার বিলাইছড়ি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক থুই প্রু মার্মার (আকাশ মার্মা) ওপর জেএসএস কর্মীরা বিনা কারণেই হামলা চালায় এবং মারধর করে গুরুতর আহত করে।