মুন্সীগঞ্জে দুই মহাসড়কে তীব্র যানজট
মুন্সীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কে আজ শুক্রবার ভোর থেকে অতিরিক্ত যানবাহনের চাপে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
ভোর ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতু থেকে ভাটেরচর পর্যন্ত আট কিলোমিটার এলাকা এবং ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কের শিমুলিয়া ঘাট থেকে মাওয়া পর্যন্ত দীর্ঘ যানজট দেখা দেয়। ফলে আট শতাধিক যানবাহন আটকা পড়ে।
গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এটিএসআই ওহিজুজ্জামান জানান, একনাগাড়ে তিন দিন ছুটি হওয়ায় ঢাকা থেকে ঘরমুখো যাত্রীদের চাপ বেশি। আজ ভোর থেকে যানবাহনের বাড়তি চাপের জন্য যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। খুব দ্রুতই যানজট নিয়ন্ত্রণে চলে আসবে।
এদিকে শিমুলয়া ফেরিঘাটে বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) আবদুল আলিম জানান, ভোর থেকে গাড়ির চাপ বাড়তে থাকে। সময় যতই বাড়ছে, ততই চাপ বাড়ছে। এখন পর্যন্ত আট শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।