শহীদ মিনার এলাকায় ব্যাপক নিরাপত্তা

মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এবং এর আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে র্যাব-পুলিশের টহল, বসেছে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা।
নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে আজ শুক্রবার জাতীয় শহীদ মিনার এলাকা পরিদর্শন করেছেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
এ সময় পুরো শহীদ মিনার এলাকায় র্যাবের ডগ স্কোয়াড দিয়ে নিরাপত্তা তল্লাশি চালানো হয়। এ ছাড়া মেটাল ডিটেক্টর দিয়ে নিরাপত্তার অবস্থা পর্যবেক্ষণ করে র্যাবের একটি দল।
এরই মধ্যে শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় নজর রাখতে র্যাবের ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরা বসানো হয়েছে।
এ বিষয়ে বেনজীর আহমেদ বলেন, ‘এ এলাকার আশপাশে যে বিস্তৃত এলাকা রয়েছে, সেখানে যাতে কোনো সন্দেহভাজন বা কোনো ক্রিমিনাল বা কোনো অপরাধী অথবা কোনো হুমকি সৃষ্টিকারী কোনো অপরাধী অবস্থান না নিতে পারে, তাই শহীদ মিনার এবং এর চারপাশকে ঘিরে আমরা চেকপোস্ট করব। এবং সেখানে সন্দেহভাজনদের তল্লাশি করব।’
এ ছাড়া দিনটি ঘিরে র্যাবের হেলিকপ্টার টহল থাকবে বলেও জানান র্যাবের মহাপরিচালক।
ঢাকার পাশাপাশি দেশের সব শহীদ মিনারে নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে র্যাব।