দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক : র্যাবের ডিজি

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালনে কাজ করছে।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনাজপুর রাজবাটী কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন র্যাবের ডিজি।
এ কে এম শহিদুর রহমান বলেন, ‘আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা, মুসলমানদের ঈদ ও খ্রিস্টানদের বড়দিন সবসময়ই উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। এবারের দুর্গাপূজা উৎসব সেই ধারাবাহিকতায় সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।’
র্যাব মহাপরিচালক বলেন, ‘আগামী ২৮ সেপ্টেম্বর শুভ ষষ্ঠীর মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী ২ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উৎসব সমাপ্তি ঘটবে। প্রতিটি পূজামণ্ডপে সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড ও র্যাবসহ সব বাহিনী সমন্বিত ভাবে দুর্গাপূজা উৎসবের নিরাপত্তায় কাজ করছে।’
এ কে এম শহিদুর রহমান বলেন, ‘কিছু অসুস্থ মানসিকতার মানুষ গোপনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। দেশের বিভিন্ন স্থানে ১৪ থেকে ১৫টি বিচ্ছিন্ন ঘটনার চেষ্টা করা হলেও আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সক্ষম হয়েছে। প্রতিটি মণ্ডপে যথাযথ পাহারা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকলে এ ধরনের অপতৎপরতার কোনো সুযোগ পাবে না।’
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান র্যাবের ডিজি।
পরিদর্শনকালে র্যাব-১৩ কমান্ডার লে. কর্নেল মনজুর করিম প্রদীপ, দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মো. মারফাত হোসাইনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।