র্যাবের অভিযানে ১০৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯-এর অভিযানে ১০৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে র্যাব-৯ সিলেট সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোলপ্লাজার সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কসবা সীমান্ত এলাকা থেকে একটি নীল-হলুদ রঙের কাভার্ডভ্যানে করে বিপুল গাঁজা ঢাকার দিকে নেওয়া হচ্ছে।
পরে সকাল আনুমানিক ৮টা ১০ মিনিটে সন্দেহজনক কাভার্ডভ্যানটি এলে র্যাব সদস্যরা সেটিকে থামার সংকেত দেয়। এ সময় ভ্যানচালক পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরবর্তীতে ভ্যানটি তল্লাশি করে আটটি বস্তায় মোড়ানো অবস্থায় ১০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার মাইজহাটি গ্রামের মো. আসাদুল ইসলাম ভূঁইয়া।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আশুগঞ্জ থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।