ধর্ষণের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী গ্রেপ্তার
সাভারে বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক নারী শিক্ষার্থীকে পিকনিকে নিয়ে যাওয়ার কথা বলে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় আসামিদের গ্রেপ্তার করে আশুলিয়া থানায় নেওয়া হয়। এর আগে মঙ্গলবার আশুলিয়া থানায় মামলা করেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।
গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীরা হলেন গণ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দেলোয়ার ভুইয়া, তাজুল ইসলাম তাজ, শ্রাবণ শাহা ও অন্তু দেওয়ান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পিকনিকে নেওয়ার কথা বলে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ সময় পাশবিক নির্যাতনের মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে তারা। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে উল্টো ভুক্তভোগী ও শিক্ষার্থীর কাছ থেকে নগদ ৯৬ হাজার টাকা আদায় করে তারা। ওই ভিডিও দেখিয়ে তাকে আবারও শারীরিক সম্পর্কের জন্য চাপ সৃষ্টি করে। এরপর ভুক্তভোগী ওই শিক্ষার্থী মামলা করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, চারজনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগী। এরপর তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ঘটনায় জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
সাত দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।

জাহিদুর রহমান