বিএনপি-জামায়াত সংঘর্ষে পিস্তল হাতে ভাইরাল যুবক গ্রেপ্তার
পাবনার ঈশ্বরদীতে বিএনপি-জামায়াত সংঘর্ষের সময় পিস্তল হাতে ভাইরাল যুবক তুষার মণ্ডলকে (২১) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ নমঙ্গলবার (২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় পাশের জেলা সিরাজগঞ্জের সদর উপজেলার ধানবান্ধি এলাকা থেকে তুষার মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় সংঘর্ষে ব্যবহৃত সেই পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
তুষার মণ্ডলের বাড়ি ঈশ্বরদী উপজেলার ভেলুপাড়ায়। পাবনা ৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির আবু তালেব মণ্ডলের ভাতিজা মামুন মণ্ডলের সহযোগী। তবে বিএনপি নেতাকর্মীরা তাকে জামায়াতকর্মী দাবি করলেও তা অস্বীকার করেছে জামায়াত।
সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, ওই সংঘর্ষের ঘটনার পর থেকে তুষার পলাতক ছিলেন। গতকাল সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুই রাউন্ড গুলিসহ সংঘর্ষে প্রদর্শিত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত ২৭ নভেম্বর পাবনার ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের আলহাজ মোড় চর গড়গড়ি এলাকায় জেলা জামায়াতের আমির ও পাবনা ৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল এবং জেলা বিএনপির আহ্বায়ক এবং একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় অন্তত অর্ধশত মানুষ আহত হয়। এ সময় সময় পিস্তল হাতে এক যুবক ফাঁকা গুলি করে। এ সময় অন্তত ২০টি মোটরসাইকেল ভাঙচুরসহ অগ্নি সংযোগ করা হয়।
এ ঘটনায় জামায়াত মনোনীত প্রার্থী আবু তালেব মণ্ডলকে প্রধান আসামি করে ঈশ্বরদী থানায় মামলা করে বিএনপি। অপরদিকে জামায়াতের পক্ষ থেকে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা করা হয়।
এ বিষয়ে ঈশ্বরদীর অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব সাহা জানান, আসন্ন নির্বাচনের ভোট চাওয়াকে কেন্দ্র করেই ঈশ্বরদীর সাহাপুর চর গড়গড়িতে স্থানীয় জামায়াত ও বিএনপির মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বি এম ফজলুর রহমান, পাবনা