রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে প্রস্তুত জামালপুর

আগামীকাল সোমবার জামালপুর আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ঐতিহ্যবাহী সরকারি আশেক মাহমুদ কলেজের ৭০ বছর পূর্তি উৎসবে যোগ দিতে রাষ্ট্রপতি সোমবার জামালপুর আসছেন।
কলেজের ৭০ বছর পূর্তি উৎসব ও রাষ্ট্রপতির সফর উপলক্ষে জামালপুর শহরকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। ব্যানার, ফেস্টুন আর নানা রঙে পুরো শহরই হয়ে উঠছে উৎসবের শহর। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় আছেন রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে।
উৎসব কমিটির চেয়ারম্যান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রাষ্ট্রপতির সফর উপলক্ষে সক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সরকারি আশেক মাহমুদ কলেজের ৭০ বছর পূর্তি উৎসবে যোগ দেবেন ১৪ হাজার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী।
মির্জা আজম আরো জানান, ২২ ফ্রেব্রুয়ারি মূল অনুষ্ঠান ছাড়াও তিন দিনব্যাপী রয়েছে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, তথ্যচিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন।