বান্দরবানে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে, আহত ৩
বান্দরবানে বেইলি ব্রিজ ভেঙে বালুবোঝাই ট্রাক খালে পড়ে তিনজন আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে জেলা সদরের খানসামা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে রোয়াংছড়ি উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আহতরা হলেন ট্রাকের চালক ও তাঁর দুই সহকারী। দুর্ঘটনার পর তাঁরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।
প্রশাসন ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, আজ সকালে শহর থেকে একটি ট্রাক খানামাপাড়ায় স্থাপিত বিজিবি সেক্টর সদর দপ্তরের নির্মাণকাজের জন্য বালি নিয়ে যাচ্ছিল। পথে পাহাড়ি খালের (ছড়া) ওপরে তৈরি ১৫০ ফুট দীর্ঘ বেইলি ব্রিজ ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়। এ সময় ট্রাকের চালক ও তাঁর দুই সহকারী আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, সদর উপজেলার চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবুখয় মারমাসহ প্রশাসন-আইনশৃঙ্খলা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা।
এদিকে ব্রিজটি ভেঙে পড়ায় রোয়াংছড়ি উপজেলার সঙ্গে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ওই এলাকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ জানান, বেইরি ব্রিজটি অনেক পুরোনো। ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত মালামাল বোঝাই করে গাড়ি চলাচলের কারণে ব্রিজটি ভেঙে পড়েছে। সেতুটি সংস্কারের জন্য কম হলেও প্রায় দুই মাস সময় লাগবে। তবে স্থানীয়দের চলাচলের জন্য সাময়িকভাবে একটি অস্থায়ী সেতু তৈরি করে দেওয়া হবে। সোমবার থেকে সংস্কারের কাজ শুরু করা হবে।