ঢাকা মেডিকেলের নতুন পরিচালক ব্রি. জেনারেল মিজানুর
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা (বিএ-১০০৬০৯) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। একই পদে প্রেষণে কর্মরত সেনাবাহিনীর অপর কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে ঔষধ প্রশাসন পরিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ অধিশাখার উপসচিব মো. আবদুস সামাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ পদে নিয়োগের জন্য তাঁদের চাকরি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।
অপর এক আদেশে ঔষধ প্রশাসন পরিদপ্তরের মহাপরিচালক পদে প্রেষণে নিযুক্ত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা (বিএ-১০০২৬৩) মেজর জেনারেল জাহাঙ্গীর হোসেন মল্লিককে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের লক্ষ্যে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যার্পণ করা হয়েছে।

এম এ নোমান