খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি পালিত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/22/photo-1456146612.jpg)
মিছিল, বিক্ষোভসহ বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলায় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
জেলার মাটিরাঙায় মোটরসাইকেলচালককে অপহরণের পর হত্যা ও পানছড়িতে চাঁদার জন্য অপহৃত সড়ক উন্নয়নকাজে নিয়োজিত ঠিকাদার সাইফুদ্দিন শাহীন গাজী ও ম্যানেজার রুহুল আমীনকে উদ্ধারের দাবিতে সংগঠনটি এ সড়ক অবরোধের ডাক দেয়।
অবরোধের কারণে দূরপাল্লা কিংবা অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ আছে। অবরোধের সমর্থনে সকাল থেকে জেলা-উপজেলার বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে পিকেটিং করে অবরোধ আহ্বানকারীরা। সকাল ১০টার দিকে শান্তিনগর এলাকায় একটি ইজিবাইক ভাঙচুর ও চালককে মারধর করা হয়। এ সময় বেশ কয়েকটি ইজিবাইকের চাবি ছিনিয়ে নেওয়া হয়।
সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি শহরের আদালত সড়ক এলাকায় অবরোধের সমর্থনে বের হওয়া মিছিলে পুলিশ লাঠিপেটা করে। এতে আট নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবদুল মজিদ। তবে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুদ্দিন ভূঁইয়া এমন অভিযোগ অস্বীকার করেছেন।
মাটিরাঙাসহ বিভিন্ন উপজেলায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন অবরোধকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলাজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।
গতকাল রোববার নিখোঁজের চারদিন পর আজিজুল হাকিম শান্ত নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। জবাই ও শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ধনবিকাশ ত্রিপুরা (২৪) ও খগেন্দ্র ত্রিপুরা (৩৫) নামে দুজনকে আটক করেছে পুলিশ।
অন্যদিকে গত ১৪ ফেব্রুয়ারি খাগড়াছড়ি জেলার পানছড়ির তালতলা এলাকা থেকে সড়ক উন্নয়নকাজে নিয়োজিত ঠিকাদার সাইফুদ্দিন শাহীন গাজী ও ম্যানেজার রহুল আমীনকে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে অপহরণ করে এবং পরে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জব্বার জানান, এ ঘটনায় সুকুমার দেব (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে।
খাগড়াছড়ি পুলিশ সুপার (এসপি) মো. মজিদ আলী জানান, অপহৃত দুই ঠিকাদারকে উদ্ধারে প্রশাসন সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে আজ সোমবার বিকেল ৪টার দিকে জেলা সদরের ভাইবোনছড়ার দুর্গম এলাকায় চোখ বাঁধা অবস্থায় অপহৃত ব্যক্তিদের মুক্তি দেওয়া হয়।