পাবনায় স্বাস্থ্যমন্ত্রীর শাশুড়ির দাফন সম্পন্ন
পাবনার প্রাক্তন শিক্ষা কর্মকর্তা মরহুম খোরশেদ আলমের সহধর্মিণী ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শাশুড়ি মোছা. লুৎফুননেছা আলমের জানাজা পাবনার সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার জোহরের নামাজের পর অনুষ্ঠিত ওই জানাজায় সবার কাছে দোয়া চেয়ে বক্তব্য দেন মরহুমার বড় মেয়ের জামাই স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বড় ছেলে পাবনা জজকোর্টের আইনজীবী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ মো. সাইফুল আলম বাবলু, মেজো ছেলে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহসভাপতি মাহবুব আলম মুকুল, মেয়ের জামাই পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু ও পাবনা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কালাম আহমেদ, এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির মজুমদার প্রমুখ। পরে পাবনার আরিফপুর কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।
পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, স্বাস্থ্য বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক অধ্যাপক ডা. আবদুর রাজ্জাক, পাবনার পুলিশ সুপার মো. আলমগীর কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুন্সী মনিরুজ্জামান, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ আবদুল লতিফ বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রেজাউর রহিম লাল, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোশারফ হোসেন, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, সুজানগর পৌরসভার মেয়র আবদুল ওহাব, ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, প্রবীণ সাংবাদিক এম আনোয়ারুল হক, পাবনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পাবনা পৌরসভার মেয়র প্রার্থী রকিব হাসান টিপু, পাবনা জেলা বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এ বি এম ফজলুর রহমানসহ শহরের গণ্যমান্য ব্যক্তিরা জানাজায় শরিক হন।
গত শুক্রবার বেলা সাড়ে ৩টায় ঢাকার শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মোছা লুৎফুননেছা আলম ইন্তেকাল করেন। তিনি পাঁচ ছেলে, ছয় মেয়ে এবং জামাতা, নাতি-নাতনি রেখে গেছেন। যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে এবং মেয়ে দেশে আসার পর তাঁকে আজ দাফন করা হয়।


এ বি এম ফজলুর রহমান, পাবনা