নির্বাচনে কালো টাকার প্রভাব ঠেকাতে বৈঠকে বসছে ইসি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকার প্রভাব ঠেকাতে মোবাইল ব্যাংকিং ও সংশ্লিষ্টদের সঙ্গে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল বৃহস্পতিবার এ বৈঠক অনুষ্ঠিত হবে।
আজ বুধবার (২১ জানুয়ারি) ইসির উপসচিব মনির হোসেন এ তথ্য জানান। এ সংক্রান্ত চিঠি থেকেও এসব তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে MFS (Mobile Financial Service) বিষয়ক একটি সভা আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষ (নম্বর-৫২০) অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদও সভায় উপস্থিত থাকবেন।
যে ১৩টি বিভাগ/মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে— বাংলাদেশ ব্যাংকের গভর্নর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসির মহাপরিচালকদের। এছাড়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান, সিআইডির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, বিকাশ, রকেট, নগদ ও উপায়ের প্রধান নির্বাহী কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে।
সম্প্রতি বিভিন্ন দল থেকে কালো টাকার প্রভাব ঠেকাতে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

নিজস্ব প্রতিবেদক