আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। এনটিভির পুরোনো ছবি
যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন। আজ মঙ্গলবার সকাল থেকে কারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়।
সার কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম জানান, আজ সকালে কারখানার সিনগ্যাস কমপ্রেসারের ব্রয়লারের পাইপে লিকেজ দেখা দেয়। ফলে কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ করে দিতে হয়।
উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় এক কোটি ৬৮ লাখ টাকা মূল্যের এক হাজার ২০০ টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে বলে জানান ওমর খৈয়াম।
যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পর থেকেই কারখানার নিজস্ব প্রকৌশলীরা মেরামতকাজ শুরু করেছেন। তবে মেরামতকাজ শেষ করে কখন কারখানাটি ইউরিয়া সার উৎপাদন শুরু করতে পারবে, তা নিশ্চিত করে জানাতে পারেননি কারখানার মহাব্যবস্থাপক।

আক্তারুজ্জামান রঞ্জন, আশুগঞ্জ