মঠ অধ্যক্ষ হত্যা : তিন আসামি ১৫ দিনের রিমান্ডে
পঞ্চগড়ের দেবীগঞ্জে মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় ওরফে যগেশ্বর দাসাধিকারী হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পেয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আমলি আদালতে তিন আসামিকে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আইয়ুব আলী। তিনি দুই মামলায় তিনজনের ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন।
আদালতের বিচারক মোছা. মার্জিয়া খাতুন দুটি মামলায় তিন আসামিকে ১৫ দিন জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
তাঁরা হলেন খলিলুর রহমান, বাবুল হোসেন ও জাহাঙ্গীর আলম।
মামলার তদন্তকারী কর্মকর্তা আইয়ুব আলী এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সদরের করতোয়ার পাশে শ্রীশ্রী সন্তগৌড়ীয় মঠের পুরোহিত যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা করে তিন দুষ্কৃতকারী। এ সময় গোপাল চন্দ্র রায় নামের এক পূজারি গুলিবিদ্ধ হন। নির্মল চন্দ্র ওরফে নিতাই চন্দ্র ও গোপালের মা চিরতা রানী আহত হন।
অধ্যক্ষ হত্যাকাণ্ডের ঘটনায় গত রোববার তাঁর বড় ভাই রবীন্দ্র চন্দ্র রায় বাদী হয়ে অজ্ঞাত তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। অন্যদিকে বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনে দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান বাদী হয়ে অজ্ঞাত তিনজনকে আসামি করে পৃথক আরেকটি মামলা দায়ের করেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁদের মধ্যে খলিলুর ও বাবুল ২০০৫ সালের সিরিজ বোমা হামলা মামলার আসামি ছিলেন। পরে খলিলুর মামলা থেকে অব্যাহতি পান। এ দুজন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সঙ্গে জড়িত। আর জাহাঙ্গীর ছাত্রশিবিরের নেতা এবং সন্ত্রাস ও নাশকতা মামলার আসামি।