সরকারি চাকরির বয়সসীমা ৩৫ করার দাবি
সরকারি চাকরির বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার দুপুরে ইমতিয়াজ হোসেন ও সঞ্জয় কুমার দাসের নেতৃত্বে একদল শিক্ষার্থী সচিবালয়ে অর্থমন্ত্রীর কার্যালয়ে এই স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপি দেওয়ার পর একজন শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, ‘স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের গড় আয়ু ছিল ৪৫ বছর। তখন সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ছিল ২৭ বছর। আবার গড় আয়ু যখন ৫০ বছরে দাঁড়ায়, তখন সরকারি চাকরিপ্রাপ্তিতে বয়সসীমা ৩০ বছর নির্ধারণ করা হয়। এখন আমাদের গড় আয়ু ৭১ বছর, তাই সরকারি চাকরিপ্রাপ্তিতে বয়সসীমা ৩৫ বছর হওয়া যৌক্তিক।’
শিক্ষার্থীরা বলেন, নবম জাতীয় সংসদের ১৪তম অধিবেশনে চাকরির বয়সসীমা ৩৫ বছর করার প্রস্তাব গৃহীত হয়। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির ২১তম বৈঠকে চাকরিপ্রাপ্তির বয়সসীমা ৩২ বছর করার সুপারিশ করা হয়।
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সেশনজটের কারণে প্রচলিত শিক্ষা গ্রহণ শেষ করতে অনেকের বয়স ৩০ বছর পেরিয়ে যায় বলে জানান শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক