পুলিশের সামনেই মনোনয়নপত্র ছিঁড়ে ফেলা হয়
প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঝালকাঠিতে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলে বাধা এবং প্রকাশ্যে কাগজপত্র ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলার অভিযোগ করা হয়েছে দলটির পক্ষ থেকে।
আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় ফায়ার সার্ভিস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ‘গতকাল সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সকাল থেকেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও তাদের সমর্থকরা বিএনপির মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলে বাধা দেয়। এমনকি পুলিশের উপস্থিতিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বসেই বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র ছিনতাই ও ছিঁড়ে ফেলা হয়।’
‘আওয়ামী লীগের নেতাকর্মীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে বিএনপি প্রার্থীদের ধাওয়া করে। এ সময় কুলকাঠি ইউনিয়ন বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান, মোল্লারহাট ইউনিয়নের আবদুস সালামের প্রত্যয়নকারী ও সমর্থনকারী, রানাপাশা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হামেদ মোল্লাকে মারধর করা হয়’, বলা হয় অভিযোগে।
এসব ঘটনায় নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও রিটার্নিং কর্মকর্তা নলছিটি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলামের দায়িত্বে অবহেলার অভিযোগ এনে তাঁদের অপসারণ দাবি করা হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহসভাপতি মিঞা আহম্মেদ কিবরিয়া, নুরুল আলম গিয়াস, নলছিটি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার অহিদুল ইসলাম বাদলসহ স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।