বর্ষবরণে যৌন হয়রানি : পুনঃতদন্তের নির্দেশ
পহেলা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠানে নারীদের যৌন হয়রানির মামলায় পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩-এর বিচারক জয়শ্রী সমাদ্দার এ আদেশ দেন।
এদিন এ মামলায় পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ-সংক্রান্ত আদেশের জন্য দিন ধার্য ছিল।
কিন্তু সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মাহামুদা আক্তার চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। তিনি মামলাটিকে খুব চাঞ্চল্যকর ব্যাখ্যা দিয়ে পুনরায় তদন্ত করার আবেদন জানান। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আগামী ২৩ মার্চের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
বর্তমানে এ মামলায় কামাল নামের এক ব্যক্তি আটক রয়েছেন।
গত বছর ৯ ডিসেম্বর আলোচিত এ মামলায় আসামি খুঁজে না পাওয়ায় মামলাটি দ্রুত নিষ্পত্তির আবেদন জানিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক দীপক কুমার দাস চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
২০১৫ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষের উৎসবের মধ্যে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে ভিড়ের মধ্যে একদল যুবক নারীদের ওপর চড়াও হয়।
প্রথমে পুলিশ ঘটনাটি এড়াতে চাইলেও বিভিন্ন ছাত্র ও নাগরিক সংগঠনের দাবির মুখে এবং উচ্চ আদালতের নির্দেশে মামলা এবং তদন্তের উদ্যোগ নিয়েছিল।
এরপর ১৭ মে ক্লোজ সার্কিট ক্যামেরার ছবি দেখে আট নিপীড়ককে চিহ্নিত করার কথা জানিয়েছিলেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। তাদের ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কারও ঘোষণা দেন তিনি।
এ ঘটনায় ১৫ এপ্রিল শাহবাগ থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ যৌন হয়রানির ঘটনায় মামলাটি দায়ের করেন।

নিজস্ব সংবাদদাতা