মাদারীপুরে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ
মাদারীপুর সদর উপজেলায় এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ করা হয়েছে। এ ঘটনার পর থেকেই নিহতের স্বামী পলাতক।
নিহত বর্ণা (২০) উপজেলার পূর্বরাস্তি গ্রামে ইব্রাহিম মিয়ার স্ত্রী। তিনি গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে মারা যান।
নিহত গৃহবধূর বাবা কাবুল চোকদার বলেন, ‘পাঁচ মাস আগে রাস্তি এলাকার ইব্রাহিম মিয়ার সঙ্গে বর্ণার বিয়ে হয়। বিয়ের পর থেকেই ৫০ হাজার টাকা যৌতুকের জন্য চাপ দেয় ইব্রাহিম। যৌতুকের টাকা দিতে না পারার কারণেই আমার মেয়ের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে সে। আমি গরিব রিকশাচালক কী করে এত টাকা দেব?’
কাবুল চোকদার অভিযোগ করেন, যৌতুকের টাকা দিতে না পারার কারণেই তাঁর মেয়েকে শরীরে আগুন দিয়ে হত্যা করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বর্ণাকে অগ্নিদগ্ধ অবস্থায় স্থানীয়রা গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী ইব্রাহিম পলাতক।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।