দুই মামার খুনিদের গ্রেপ্তারের দাবি
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামে দুই মামাকে খুনের ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার দুপুরে সিংগাইর-মানিকগঞ্জ সড়কের গোবিন্দল এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেয়।
এ সময় দুই মামা হত্যার ঘটনায় অভিযুক্ত জাহিদ, রশিদ ও জসিমসহ তাদের সহযোগীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়।
ঘটনার পর জহির নামের এক আসামিকে গ্রেপ্তার করা হলেও মূল আসামিদের এখন পর্যন্ত গ্রেপ্তার না করায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে নিহতের স্বজনরা।
গত ২১ ফেব্রুয়ারি সকাল পৌনে ৮টার দিকে সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামে জমি ও টাকা লেনদেনের জের ধরে দুই মামা আজিজ মোল্লা ও নান্নু মোল্লা ওরফে টেন্ডল মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে ভাগ্নে জাহিদ, জসিম ও রশিদসহ তাঁদের সহযোগীরা। এই ঘটনায় আহত হয় আরেক মামা করিম মোল্লাসহ আরো পাঁচজন।
ঘটনার দিন রাতে সিংগাইর থানায় আজিজ মোল্লার স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন। পরের দিন সকালে পুলিশ জাহিদের শ্বশুর জহির উদ্দিনকে (৬৫) আটক করলেও মূল আসামিদের কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ