খুলল বইমেলা, কাল শুরু সকাল থেকে
বইপ্রেমীদের জন্য অমর একুশে গ্রন্থমেলা খুলে দেওয়া হয়েছে। বৃষ্টির পানি নিষ্কাশন, বাউন্ডারি মেরামত ও বিদ্যুতের তার পাল্টানোর পর আজ বৃহস্পতিবার নির্ধারিত সময় বিকেল ৩টায় বইমেলা খুলে দেওয়া হয়।
মেলা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বলেন,‘গতকাল বইমেলার বাইরে বইপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখেছি। তাই আজ নির্ধারিত সময়েই বইমেলা শুরু করা হয়েছে। আগামীকাল শুক্রবার ও শনিবার মেলা সকাল সাড়ে ১০টায় শুরু হবে। আর শেষের দুই দিন রোববার ও সোমবার দুপুর ২টায় মেলা শুরু হবে।’
বৃষ্টিতে পানি জমে যাওয়ায় এবং টিনের বাউন্ডারি ভেঙে পড়ায় গতকাল বুধবার মেলা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এরপর পানি নিষ্কাশন ও বাউন্ডারি মেরামতের পর বিকেল সোয়া ৫টার দিকে বইপ্রেমীদের জন্য মেলা উন্মুক্ত করে দেওয়া হয়। কিন্তু বৈদ্যুতিক তারে পানি জমে থাকায় ঝুঁকি এড়াতে মেলা খুলে দেওয়ার সোয়া এক ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবারও বন্ধ ঘোষণা করে মেলা কর্তৃপক্ষ।
গতকাল বেলা ১১টা ৫০ মিনিটের দিকে হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে বইমেলার অর্ধশতাধিক স্টল ক্ষতিগ্রস্ত হয়। মেলার টিনের সীমানাপ্রাচীর ভেঙে যায়। মেলা চত্বরে বৃষ্টির পানি আটকে যায়। পাইপ দিয়ে পানি সরানোর কাজ শুরু হয়। তবে বেলা আড়াইটার দিকে আবারও বৃষ্টি শুরু হলে পানি সরানোর কাজ বন্ধ হয়ে যায়। পরে আবারও কাজ শুরু করা হয়। এবারের মেলায় ৪০২টি প্রতিষ্ঠানের ৬৫১টি স্টল আছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল বেলা ১১টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়া ও আকস্মিক বৃষ্টি আঘাত হানে। এতে বইমেলার পাশাপাশি রাজধানীর বিভিন্ন রাস্তায় পানি জমে যায়।
এ ছাড়া গত মঙ্গলবার রাতে এবং গতকাল সকালে দেশের বেশ কিছু স্থানে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হয়েছে। এর মধ্যে গতকাল সকাল ৬টা পর্যন্ত চট্টগ্রামে ৬১ মিলিমিটার (মিমি), সীতাকুণ্ডে ৪২ মিমি, শ্রীমঙ্গলে ১৪ মিমি, ফেনীতে ৩০ মিমি, কুমিল্লায় ১৭ মিমি, মাদারীপুরে ৪৭ মিমি, খুলনায় ২৩ মিমি, ও সাতক্ষীরায় ৭০ মিমি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। দেশের বিভিন্ন নদী বন্দরে ১ ও ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক