মুন্সীগঞ্জে তেলবোঝাই ট্রাক লুট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৬০ ব্যারেল তেলবোঝাই একটি ট্রাক লুটের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোরে মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় ট্রাকটির চালক আবদুল খালেক (৩৮) ও তাঁর সহকারী আজহারউদ্দীনকে (৩২) গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন জানান, কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত আজ ভোরে নয়াগাঁওগামী তেলবাহী একটি ট্রাকে লুটপাট চালায়। এ সময় ট্রাকটির চালক ও তাঁর সহকারীকে জোর করে চেতনানাশক ওষুধ খাওয়ায় তারা। এরপর এ দুজনকে গজারিয়ার আনারপুর এলাকায় ফেলে রেখে যায়।
এসআই আরো জানান, আজ সকালে অচেতন অবস্থায় চালক ও তাঁর সহকারীকে উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।