গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা শিবির
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/28/photo-1456661632.jpg)
দুর্গম অঞ্চলের গরিব অসহায় নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের উদ্যোগে তিন দিনব্যাপী মাতৃ স্বাস্থ্যবিষয়ক কর্মশালা এবং চিকিৎসা শিবির শুরু হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে কর্মশালা এবং চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুজ্জামান এনডিসি, পিএসসিজি।
চিকিৎসা শিবিরে দুজন গাইনি কনসালট্যান্টসহ পাঁচজন নারী চিকিৎসক প্রজনন স্বাস্থ্য, গর্ভকালীন ও প্রসব পরবর্তী পরিচর্যা, মাতৃমৃত্যুরোধসহ প্রাসঙ্গিক বিষয়ে পরামর্শ ও চিকিৎসাসেবা দিবেন। রোগীদের দেওয়া হবে বিনামূল্যে ওষুধ সামগ্রী।
আয়োজকরা জানিয়েছেন, লক্ষ্মীছড়ি, মানিকছড়ি, রামগড়, মাটিরাঙা ও গুইমারা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের নারীরা বিনামূল্যে ওষুধসহ পরামর্শ ও চিকিৎসাসেবা পাবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরি চৌধুরী, সেনাবাহিনীর চট্টগ্রাম ডিভিশনের এডিএমএস কর্নেল মোহাম্মদ আলী চৌধুরী, বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল আব্দুর নূর।
অনুষ্ঠানের সেনাবাহিনী ও বিজিবির ছয়টি জোনের জোন কমান্ডারসহ ঊর্ধ্বতন সামরিক, বেসামরিক কর্মকর্তা এবং এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।