খুলনায় বিহারি ক্যাম্পে আগুন, পুড়ল অর্ধশতাধিক ঘর
খুলনার খালিশপুরের আলমনগরে ১০ নম্বর বিহারি ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। এ ছাড়া আগুনের আঁচে আহত হয়েছেন আরো তিনজন। আগুনে ৬০ থেকে ৬৫টি ঘর পুড়ে গেছে।
আজ সোমবার দুপুর সোয়া ১২টায় আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টা করে দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয়দের বরাত দিয়ে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ক্যাম্পের একটি ঘরে রাইস কুকারে রান্নার সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তে আশপাশের ৬০ থেকে ৬৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনের শিখা দেখে পাশের নৌ-বাহিনীর অগ্নিনির্বাপক দল এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে খালিশপুর, দৌলতপুর, বয়রাসহ মোট ছয়টি ইউনিট একযোগে কাজ করে আগুন নেভাতে সক্ষম হয়।
ওসি আরো জানান, দগ্ধ ব্যক্তিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে তারা আশঙ্কামুক্ত। আহত অন্যদের খালিশপুর ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, খালিশপুরের এই ক্যাম্পে আটকেপড়া পাকিস্তানিরা বসবাস করে। তবে কিছু বাঙালি বসতিও রয়েছে সেখানে।
ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান ওসি আনোয়ার হোসেন।
আগুনে দগ্ধ জামিলা আক্তার জানান, বিদ্যুতের লাইন থেকে আগুন গিয়ে তা ওই এলাকার সবখানে ছড়িয়ে পড়ে। আগুনে তাদের সব শেষ হয়ে গেছে।
এদিকে বিহারি ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেলেও একটি ঘরে রাখা কোরআন শরিফের মূল অংশ পোড়েনি।
পাশের জামিয়া ইসলামিয়া আরাবিয়া কওমি মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুর রউফ জানান, হঠাৎ একটি ঘরে আগুন দেখার পর বিদ্যুৎতের মতো আশপাশের ঘর আগুন ধরে যায়। নৌবাহিনীর অগ্নিনির্বাপক দল প্রথমে এলেও পানিবাহী গাড়ি আসেনি। ফলে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পায়। সরু রাস্তা ও ঘন বসতির কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা