শ্রমজীবী সংঘের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও সমাবেশ
জাতীয় শ্রমজীবী সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত শিশুমেলা সেমিনার কক্ষে ‘শ্রম দাসত্বের উচ্ছেদ চাই, মানুষের মতো বাঁচতে চাই’ স্লোগান নিয়ে শ্রমজীবী সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কেন্দ্রীয় ও বিভিন্ন আঞ্চলিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। কমরেড মুন্নার সঞ্চালনায় ও কমরেড মজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় শ্রমজীবী সংঘের তিনজন উপদেষ্টাসহ কেন্দ্রীয় ও বিভিন্ন আঞ্চলিক নেতা বক্তব্য দেন।
আলোচনা সভার শেষদিকে মোদাচ্ছের হোসেন তাঁর স্বরচিত কবিতা ‘সাম্য চাই’ ও ‘এখন আপসকাল’ আবৃত্তি করেন। এরপর বিকেলে শ্রমজীবী সংঘের সভাপতি কমরেড আব্দুল আলীর সভাপতিত্বে এবং মোদাচ্ছের হোসেন বাবুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন শ্রমজীবী সংঘের সাংগঠনিক সম্পাদক কমরেড রুবেল শিকদার, যুগ্ম সম্পাদক কমরেড স্বপন, সহসভাপতি কমরেড আব্দুল জলিল ও মজিবুর রহমান। এ ছাড়া ঝোটন, বাবু, শ্যামল, নাঈম, রিয়াদসহ অন্য আঞ্চলিক নেতারা এই সমাবেশে বক্তব্য দেন। বক্তারা সবাই তাঁদের বক্তব্যে শ্রমদাসত্ব উচ্ছেদের লক্ষে সবাইকে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

অনলাইন ডেস্ক