জিএসপি নিয়ে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত বদলাবে, আশা বাণিজ্যমন্ত্রীর
যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধার (জিএসপি) ব্যাপারে দেশটির সিদ্ধান্তে পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। জিএসপি ফিরে পেতে বাংলাদেশ সব শর্ত পূরণ করায় শিগগিরই যুক্তরাষ্ট্র এ বিষয়ে তাদের মানসিকতা বদলাবে বলে মনে করেন তিনি।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, আজ বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী ‘ইউএস ট্রেড শো’র উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এ সময় সেখানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট উপস্থিত ছিলেন।
নিজের বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের জন্য জিএসপি ফিরে না পেলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ ফোরাম চুক্তি (টিকফা) চুক্তি অর্থহীন হয়ে পড়বে।
অনুষ্ঠানে মার্শা বার্নিকাট বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির চেয়ে দ্রুত হারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য সম্পর্ক বাড়ছে। তিনি বলেন, ২০১৫ সালে দুই দেশের মধ্যে প্রায় ৭০০ কোটি মার্কিন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে। চলতি অর্থবছরে এটা আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
ঢাকার মার্কিন দূতাবাস ও দি আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে এ ট্রেড শোর ২৪তম আসর।