মোটরসাইকেলকে ট্রাকের চাপা, স্কুলশিক্ষক নিহত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে মেঘনা-গোমতী সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেল আরোহীর নাম মো. জীবন (৪৫)। তিনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার হাতকোপা গ্রামের মৃত শামসুল হকের ছেলে। স্থানীয় করিমখাঁ ওয়াপদা স্কুলে শিক্ষকতা করতেন তিনি।
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, স্কুলশিক্ষক মো. জীবন মোটরসাইকেল নিয়ে গোমতী সেতুতে উঠতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ট্রাকটি জব্দ করা গেলেও ট্রাকচালককে আটক করা সম্ভব হয়নি।
ওসি আরো জানান, এ ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতু থেকে মেঘনা সেতু পর্যন্ত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। তবে খুব দ্রুত যানজট নিরসন করা সম্ভব হবে।