ব্রাহ্মণবাড়িয়ায় ২ পক্ষের সংঘর্ষে আহত ২০
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় উভয় পক্ষের বাড়িঘর ভাঙচুর করা হয়।
আজ শনিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলার নাটাই ইউনিয়নের বছির উদ্দিনের বাড়ি ও মাস্টার মিয়ার বাড়ির লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শত্রুতার জের ধরে গতকাল শুক্রবার রাতে মাস্টার বাড়ির সাবেক ইউপি সদস্য হুমায়ুনকে বছির উদ্দিনের বাড়ির লোকজন মারধর করে। এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে মাস্টার বাড়ির লোকজন বছির উদ্দিনের বাড়িতে হামলা চালায়। এ সময় দুই বাড়ির লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় উভয় পক্ষের প্রায় ১৫টি বসতঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে নিপু মিয়া (৪৫), শামিম মিয়া (৪০) ও নাজমুলের (৩৫) অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষের ঘটনায় পুলিশ ছয়জনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ সকাল থেকে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেছে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া