দুর্ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে নিজেরাই দুর্ঘটনার কবলে
মাদারীপুরে একটি সড়ক দুর্ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়েছেন দুই সাংবাদিক। আজ শনিবার বিকেল ৪টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আহত সাংবাদিকরা হলেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশন ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাদারীপুর প্রতিনিধি রিপনচন্দ্র মল্লিক এবং দৈনিক মানবকণ্ঠ ও সময় টেলিভিশনের মাদারীপুর প্রতিনিধি সঞ্জয় কর্মকার অভিজিৎ। এঁদের মধ্যে রিপনচন্দ্র মল্লিক বাংলা ছোটগল্প লিখে গল্পকার হিসেবে বাংলাদেশে এই সময়ে বেশ পরিচিতি পেয়েছেন। তিনি মাদারীপুর সদর হাসপাতালে ডা. অখিল সরকারের অধীনে চিকিৎসাধীন।
সাংবাদিক রিপনচন্দ্র মল্লিক বলেন, ‘আমরা আজ দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলায় দায়িত্ব পালন করতে যাই। বিকেল ৩টার দিকে খবর পাই, মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ী নামক স্থানে ঈগল পরিবহন ও মাহিন্দ্রের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়েই আমরা দ্রুতগতিতে একটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলের দিকে রওনা দিই। পথে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়া গ্রামের ভেতর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি নিয়ে পড়ে যাই। এতে মোটরসাইকেলের সামনের অংশের বিভিন্ন যন্ত্রাংশসহ ভিডিও ক্যামেরা, মোবাইল ফোন ভেঙে যায় এবং আমরা গুরুতর আহত হই।’ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বর্তমানে তিনি বাসায় আছেন বলেও তিনি জানান।
ডা. অখিল সরকার বলেন, ‘সাংবাদিক রিপনচন্দ্র মল্লিক ও সঞ্জয় কর্মকার অভিজিৎ গুরুতর আহত হয়েছেন। তাঁদের হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়েছে। তাঁদের দুই সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকতে হবে।