শিশুপার্ক চালুর দাবিতে রাঙামাটিতে মানববন্ধন
রাঙামাটির রিজার্ভ বাজারে অবস্থিত শিশুপার্কটি চালুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ‘ইয়ুথ’ নামের একটি সংগঠন।
আজ রোববার সকালে পার্কের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, রাঙামাটি শিশুনিকেতনের অধ্যক্ষ মোস্তফা কামাল, তৈয়বিয়া আইডিয়াল স্কুলের অধ্যক্ষ আকতার হোসেন চৌধুরী, দৈনিক ‘পার্বত্য চট্টগ্রাম’ সম্পাদক ফজলে এলাহী, নির্ঝর সংঘের সভাপতি রমজান আলী, ইয়ুথের পরিচালক সাইফুল বিন হাসান, মোহাম্মদ ইকবাল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অযত্ন আর অবহেলায় পড়ে থাকা রাঙামাটি পার্কটি মাদকের আখড়ায় পরিণত হয়েছে। অথচ শহরে শিশুদের বিনোদনের জন্য কোনো পার্ক নেই। তাঁরা অবিলম্বে পার্কটি চালু করে রাঙামাটির শিশুদের সুস্থ বিনোদন নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা বলেন, আয়তনে দেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটি। প্রাকৃতিক সৌন্দর্যের জন্যও এই জেলা বিখ্যাত। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, এই জেলায় শিশুদের বিনোদনের জন্য কোনো পার্ক নেই। এটা রাঙামাটিবাসীর জন্যই লজ্জার।
বক্তারা চলতি বছরের জুনের মধ্যে পার্কটি চালু করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন।
২০০৫ সালে রাঙামাটি পার্কটি বেদখল করে বিশাল কমিউনিটি সেন্টার নির্মাণকাজ শুরু করে রাঙামাটি পৌরসভা। এর প্রতিবাদে নানা কর্মসূচি শেষে হাইকোর্টে রিট করে স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘গ্লোবাল ভিলেজ’। আদালত স্থাপনা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা দিলে বন্ধ হয়ে যায় কমিউনিটি সেন্টার নির্মাণকাজ।
এর প্রায় এক দশক পর ২০১৪ সালে সেই অর্ধনির্মিত স্থাপনা সরিয়ে নেয় পৌরসভা। কিন্তু পার্কটি আর চালু করা হয়নি। ফলে শহরের একমাত্র শিশুপার্কটি অযত্ন আর অবহেলায় নষ্ট হয়ে পরিত্যক্ত স্থানে পরিণত হয়েছে।