জেএমবি সদস্য হারিজ আলীর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মঠ অধ্যক্ষ যজ্ঞেশ্বর দাসাধিকারী হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত জেএমবি সদস্য হারিজ আলী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আজ রোববার সন্ধ্যায় জ্যেষ্ঠ বিচারিক আদালতের হাকিম মার্জিয়া খাতুনের আদালতে হারিজ ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন। জবানবন্দি শেষে আদালত তাঁকে জেলহাজতে পাঠান।
এর আগে গত মঙ্গলবার একই আদালতে আলমগীর হোসেন দেবীগঞ্জ উপজেলার মঠ অধ্যক্ষ যজ্ঞেশ্বর দাসাধিকারী হত্যাকাণ্ডের ঘটনায় সম্পৃক্ত থাকার স্বীকারোক্তি দেন। পরে আদালত তাঁকে জেলহাজতে পাঠান।
গত ২১ ফেব্রুয়ারি রোববার সকালে অধ্যক্ষ হত্যাকাণ্ডের ঘটনায় বৃস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে হারিজ, আলমগীর ও রমজান নামে তিন জেএমবি সদস্যকে গ্রেফতার করে পুলিশ।
গত ২৭ ফেব্রুয়ারি দুপুরে দেবীগঞ্জ থানার পুলিশ এই তিন জেএমবি সদস্যকে একই আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে। আদালত প্রত্যেকের একত্রে ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার মহন্ত বলেন, অধ্যক্ষ হত্যাকাণ্ডের ঘটনায় হারিজ সম্পৃক্ত থাকার কথা আদালতে জবানবন্দিতে স্বীকার করেছেন। পরে আদালত তাঁকে জেলহাজতে পাঠান।
পুলিশ জানায়, অধ্যক্ষ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত ছয় জেএমবি সদস্যকে রিমান্ডে নেওয়া হয়। এদের মধ্যে ঘটনার দিন গ্রেফতারকৃত জেএমবি সদস্য খলিলুর, বাবুল হোসেন ও জাহাঙ্গীর হোসেনকে জিজ্ঞাসাবাদ শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।
অপর তিন জেএমবি সদস্য রমজান, আলমগীর ও হারিজ আলীকে গত ২৫ ফেব্রুয়ারি ভোররাতে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আলমগীর ও হারিজ আলী ১৬৪ ধারায় আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। তবে রমজান এখনো রিমান্ডে রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।