ডাকাতের গুলিতে আহত ব্যবসায়ীর মৃত্যু
মাদারীপুরের কালকিনি উপজেলার মিয়ারহাট বাজারে ডাকাতের গুলিতে আহত ব্যবসায়ী স্বপন কাজী মারা গেছেন। আজ সোমবার দুপুর পৌনে ১টার দিকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে মিয়ারহাট বাজারে তিনটি সোনারসহ পাঁচটি দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতের ছোড়া গুলিতে দুই ব্যবসায়ী আহত হন। আহত অন্য ব্যক্তির নাম সোহেল।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা জানান, নিহত স্বপনের হাতে ও পায়ে গুলি লেগেছিল। অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় পাঠানো হচ্ছিল। পথে তিনি মারা যান। পরে লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এর আগে ওসি জানিয়েছিলেন, গতকাল দিবাগত রাতে একদল ডাকাত কালকিনির মিয়ারহাট বাজারে গিয়ে পাহারাদারদের বেঁধে রেখে ডাকাতি শুরু করে। এ সময় ডাকাতরা মৌসুমী জুয়েলার্স, জয় জুয়েলার্স, আঁচল জুয়েলার্সে ডাকাতি করে স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নিয়ে যায়। এর পর তারা একটি মুদির দোকানে ও একটি থান কাপড়ের দোকানে ডাকাতি করে টাকা ও মালামাল লুট করে। এ সময় দুই ব্যবসায়ী চিৎকার করলে ডাকাতরা তাঁদের গুলি করে।
ওসি আরো জানান, সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।