মাগুরায় মানহানির মামলায় মাহফুজ আনামের জামিন
মানহানির মামলায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে জামিন দিয়েছেন মাগুরার জ্যেষ্ঠ মহানগর হাকিমের আদালত।
আজ মঙ্গলবার বেলা ১১টা ৩৫ মিনিটে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম-১-এর বিচারক ইমতিয়াজুল ইসলাম এ আদেশ দেন। এ সময় বাদী ও আসামিপক্ষের আইনজীবীরা ১৮ মিনিট যুক্তিতর্ক উপস্থাপন করেন।
পরে বিচারক দুই হাজার টাকা মুচলেকায় মাহফুজ আনামের জামিন মঞ্জুর করেন। সে সঙ্গে মামলা খারিজের আবেদন নাকচ করে ১৯ মে পরবর্তী দিন ধার্য করেন।
শুনানিতে আসামিপক্ষে ছিলেন মাহাবুবুল আকবর কল্লোলসহ অর্ধশত আইনজীবী এবং বাদীপক্ষে শুনানিতে অংশ নেন রাশেদ মাহমুদ শাহীন।
গত ১৮ ফেব্রুয়ারি মাগুরা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ হোসেন সবুজ বাদী হয়ে মাহফুজ আনামের বিরুদ্ধে ৫০ হাজার কোটি টাকার একটি মানহানি মামলা করেন। ২২ ফেব্রুয়ারি শুনানি শেষে বিচারক সমনপ্রাপ্তি সাপেক্ষে আজ মাহফুজ আনামকে সশরীরে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছিলেন।