মাদারীপুরে সাজাপ্রাপ্ত আসামি ও ঋণখেলাপি প্রার্থী!
মাদারীপুরের সদর উপজেলায় পাঁচখোলা ইউনিয়নে একটি মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত এক আসামি ও ঋণখেলাপি এক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে অভিযোগ পেয়েছে নির্বাচন কমিশন।
অভিযোগে বলা হয়েছে, পাঁচখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাসির উদ্দিন টুকু মোল্লা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তাঁর নামে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ২০১০ সালের ২৯ অক্টোবর অস্ত্র আইনে মামলা হয়। মামলা নম্বর ১৩। ওই মামলায় আদালত তাঁকে ১৭ বছরের কারাদণ্ড দেন। পরে তিনি এ সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
তবে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনা ম্যানুয়ালে উল্লেখ আছে, কোনো ব্যক্তি সাজাপ্রাপ্ত হলে (এ ক্ষেত্রে উচ্চ আদালতে আপিল করিলেও) তিনি নির্বাচনে অযোগ্য হবেন।
এ ছাড়া একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে নজরুল ইসলাম নামে এক ব্যক্তি প্রার্থী হয়েছেন। অভিযোগ রয়েছে, জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা সংশোধন করে ঋণখেলাপি আক্তার হাওলাদার এখন নজরুল ইসলাম নাম ধারণ করেছেন। তিনি ইসলামী ব্যাংক মাদারীপুর শাখা থেকে ঋণ নিয়ে খেলাপি হয়েছেন।
ইসলামী ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও মাদারীপুর শাখার ব্যবস্থাপক মো. সরোয়ার হোসেন বলেন, ‘আক্তার হাওলাদার একটি খেলাপি ঋণের জামিনদার। তবে আক্তার হাওলাদার ও নজরুল ইসলামই যে একই ব্যক্তি সেই বিষয়টি আমাদের জানা ছিল না।’
‘নির্বাচন কমিশন আমাদের কাছে জানতে চেয়েছে নজরুল ইসলাম সম্পর্কে। আমরা সেই অনুযায়ী তথ্য দিয়েছি। যদি নির্বাচন কমিশন আক্তার হাওলাদার ওরফে নজরুল ইসলাম সম্পর্কে জানতে চায় তাহলে আমরা বিস্তারিত তথ্য দিতে পারব’, যোগ করেন ব্যাংক কর্মকর্তা।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, ‘দুটি বিষয়ই আমাদের কাছে অভিযোগ করা হয়েছে। বিভিন্ন আইনগত দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টি নিষ্পত্তির জন্য শুনানির দিন ধার্য করা হয়েছে।’