খুলনা সিটি করপোরেশন ভবনে আগুন
খুলনা সিটি করপোরেশন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে ছয়তলা ভবনের পঞ্চম তলায় ট্রেড লাইসেন্স শাখায় আগুনের সূত্রপাত হয়।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিক আহমেদ জানান, সকাল ৯টার দিকে অফিস সহকারী ট্রেড লাইসেন্স শাখার তালা খুললে ভেতরে আগুন ও ধোঁয়া দেখতে পান। আগুন দেখে তিনি ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আধা ঘণ্টার টেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে গুরুত্বপূর্ণ ফাইল, আসবাবপত্র ও কম্পিউটার পুড়ে গেছে বলেও জানান ওসি। তবে আগুন অন্য তলায় ছড়িয়ে না পড়ায় ভবন বেশি ক্ষতিগ্রস্ত হয়নি।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা