খুলনায় যুবদল-ছাত্রদল নেতাসহ আটক ৩৩
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/20/photo-1426826545.jpg)
খুলনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৩ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মো. রুহিন (২৯), ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমিন আহমেদ ও স্থানীয় বিএনপি নেতা শফিকুল ইসলাম শাহীন রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত মহানগরের আটটি থানা থেকে ওই ব্যক্তিদের আটক করা হয়।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান জানান, গত রাত থেকে আজ সকাল পর্যন্ত কেএমপির আটটি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৩ জনকে আটক করা হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান এবং অস্ত্র আইনে দুটি মামলা করে খালিশপুর থানা পুলিশ। এ ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতারা।
আজ শুক্রবার এক বিবৃতিতে মহানগর বিএনপির দপ্তর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল অনতিবিলম্বে এসব মামলা বাতিল ও নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। একই সঙ্গে ভবিষ্যতে বিএনপির নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দিলে পরিণাম শুভ হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।