গফরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হামলার অভিযোগ
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের স্বতন্ত্র প্রার্থী এ বি সিদ্দিকুর রহমানের প্রতীক বরাদ্দের পর আয়োজিত মিছিলে গফরগাঁও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতীক বরাদ্দের পর এ বি সিদ্দিকুর রহমানের সমর্থকরা গফরগাঁও মিনি স্টেডিয়াম এলাকা থেকে উপজেলা পরিষদ চত্বর পর্যন্ত মিছিল বের করে। মিছিলটি ইসলামিয়া সরকারি স্কুলের সামনে পৌঁছলে হঠাৎ গফরগাঁও উপজেলা ছাত্রদলের নেতৃত্বে একদল লোক অতর্কিত হামলা চালায়।
এ সময় মিছিলে অংশগ্রহণকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলেও অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।
বিএনপি মনোনীত প্রার্থী আকতারুজ্জামান বাচ্চুর লোকের হামলা চালায় বলে অভিযোগে করে স্বতন্ত্র প্রার্থী এ বি সিদ্দিকুর রহমান বলেন, হামলাকারীরা টিকতে পারেনি। তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে আকতারুজ্জামান বাচ্চুকে ফোন করা হলে তিনি বলেন, সিদ্দিক সাহেব নিজে মিছিলে নেতৃত্ব দিয়েছেন। তারাই তো হামলা করে লোকজনকে আহত করেছেন।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে বিএনপি মনোনীত প্রার্থীর লোকজন আগে থেকেই নির্বাচনি কাজে অবস্থান করছিলেন। এ সময় স্বতন্ত্র প্রার্থীর মিছিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

আইয়ুব আলী, ময়মনসিংহ