বরিশালে নির্বাচনী সহিংসতায় আহত ৩
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে এক নির্বাচনী সহিংসতায় তিনজন আহত হয়েছে। সোমবার সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাতে জানা গেছে, কাজিরহাট ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রকিব হোসেনসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। আহত রকিবসহ তিনজন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মজিবুর রহমান মুজিবের সমর্থক হওয়ায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম চুন্নুর সমর্থকরা এ হামলা চালায় বলে অভিযোগ করেন আহতরা।
বিদ্রোহী প্রার্থী মজিবুর রহমান মুজিবের হয়ে ইউনিয়নের হেসামদ্দি এলাকায় নির্বাচনী প্রচারণার সময় তাদের ওপর হামলা চালানো হয় বলে জানান আহতরা। গুরুতর আহত রকিবকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও অপর আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।