কলেজছাত্রীকে গণধর্ষণের ঘটনায় উত্তাল পাবনা
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের এক ছাত্রীকে (২১) গণধর্ষণের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, সড়ক অবরোধ ও রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মসূচি চলাকালে শহরের প্রাণকেন্দ্র আবদুল হামিদ সড়ক দুই ঘণ্টা অচল হয়ে পড়ে।
এদিন বেলা ১১টায় আবদুল হামিদ সড়কে প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকে জেলা নারী নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক, বেসরকারি সংস্থা এসপিএস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বেলা সাড়ে ১১টায় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ড. হুমায়ুন কবির মজুমদারের নেতৃত্বে বিশাল একটি বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাস থেকে বের হয়। নানা স্লোগানে মুখর হয়ে মিছিলটি প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন রচনা করে। এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলী সাদিক, সহসভাপতি তৌহিদুল আনোয়ার, সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল, শহীদ বুলবুল কলেজ ছাত্রলীগ, পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগ, আলিয়া মাদ্রাসা শাখা ছাত্রলীগের নেতারা মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করে।
মানববন্ধন চলাকালে এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ড. হুমায়ুন কবির মজুমদার, পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সরকারি এডওয়ার্ড কলেজের উপাধ্যক্ষ ও ইতিহাস বিভাগের প্রধান ড. মোহাম্মদ শাহজাহান, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষক পরিষদের সম্পাদক ড. এ কে এম শওকত আলী, জেলা ছাত্রলীগের সভাপতি, সম্পাদকসহ আরো অনেকে বক্তব্য দেন।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষাতিষ্ঠানের শিক্ষার্থীরা নানা স্লোগান সংবলিত ফেস্টুন, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অংশ নেয়। তারা আবদুল হামিদ সড়কে শুয়ে ও বসে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সড়কে আগুন জ্বালিয়ে দেয়।
বক্তারা অবিলম্বে ধর্ষণকারীদের গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানান। দ্রুততম সময়ের মধ্যে দাবি পূরণ করা না হলে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে বলে মানববন্ধনে ঘোষণা করা হয়।
গত রোববার রাতে জেলার সাঁথিয়া উপজেলায় এডওয়ার্ড কলেজের এক ছাত্রীকে (২১) অস্ত্র দেখিয়ে জোর করে উঠিয়ে নিয়ে বাড়ির পাশে ধর্ষণ করে একদল ধর্ষক। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরের দিন সকালে ছাত্রীর পরিবার কয়েকজনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা করে। পুলিশ এই মামলায় দুজনকে আটক করে।
এ ঘটনার পর মঙ্গলবার দুপুরে ওই কলে ছাত্রীকে দেখতে পাবনা জেনারেল হাসপাতালে যান পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো। এ সময় সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ড. হুমায়ুন কবির মজুমদারসহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে পাবনা জেলা বিএনপি আজ বুধবার এক সংবাদ সম্মেলনে অবিলম্বে গণধর্ষণের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানায়। জেলা বিএনপির সভাপতি মেজর (অব.) কে এস মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুর রহমান তোতা, আব্দুস সামাদ খান মন্টুও এ সময় উপস্থিত ছিলেন।