কাউন্সিলের মধ্য দিয়ে বিএনপি ফের ঘুরে দাঁড়াবে : মির্জা ফখরুল
কাউন্সিলের মধ্য দিয়ে বিএনপি ফের ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি এই দেশের মানুষের রাজনৈতিক দল এবং বিএনপি একটি অদম্য দল। তাই বিএনপিকে সহজে দমন করা সম্ভব হয় না।
বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার রাজধানীতে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। এ সময় বক্তারা এক-এগারোর সময় রাজনীতি ও দলের দুঃসময়ে সাবেক মহাসচিবের অবদানের কথা তুলে ধরেন।
বিএনপির বিপদ এখনো কাটেনি মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপিকে নির্মূলের মিশনে নেমেছে ক্ষমতাসীন দল। বিএনপি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে চলছে। আজকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিএনপিকে নির্মূল করার প্রচেষ্টা চালানো হচ্ছে। আমাদের শীর্ষ নেতাদের মধ্যে একজনও বাদ নেই যাঁদের বিরুদ্ধে ১০ থেকে ১০০টি মামলা হয়নি। যখন বিএনপি বিপদে থাকে, তখন বিএনপির প্রতিপক্ষরা মনে করে নির্যাতন করে, নিপীড়ন করে ধ্বংস করা যাবে। কিন্তু বিএনপিকে ধ্বংস করা যায় না। কারণ বিএনপি যে রাজনীতি করে, সে রাজনীতি হচ্ছে এ দেশের মানুষের রাজনীতি, সে রাজনীতি হচ্ছে স্বাধীনতা-সার্বভৌমত্বের রাজনীতি। যতবারই ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, ততবারই বিএনপি ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে।’
কাউন্সিল বাধাগ্রস্ত করার চেষ্টা করছে সরকার-এমন অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘এ ষড়যন্ত্র ব্যর্থ করে ঘুরে দাঁড়াবে বিএনপি। প্রচুর বাধা-বিপত্তি রয়েছে। কিন্তু তারপরও যে অদম্য আগ্রহ-উৎসাহ নিয়ে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতারা পর্যন্ত এই কাউন্সিলকে সফল করার চেষ্টা করছেন তাতেই প্রমাণিত হচ্ছে, বিএনপি এই দেশের মানুষের রাজনৈতিক দল এবং বিএনপি একটি অদম্য দল। তাই বিএনপিকে সহজে দমন করা সম্ভব হয় না। ভোটের অধিকার ও মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, আমরা তা ফিরিয়ে আনব।’